Sunday, December 22, 2024
Homeত্রিপুরাদেবশিল্পী বিশ্বকর্মার মূর্তি নিয়ে বাজারে হাজির মূর্তি বিক্রেতারা!

দেবশিল্পী বিশ্বকর্মার মূর্তি নিয়ে বাজারে হাজির মূর্তি বিক্রেতারা!

ত্রিপুরা,বিক্রম কর্মকার:-দেবশিল্পী বিশ্বকর্মার মূর্তি নিয়ে বাজারে হাজির মূর্তি বিক্রেতারা!রাত পোহালেই মঙ্গলবার দেবশিল্পী বিশ্বকর্মা পুজা। কাষ্ঠ শিল্প, যানবাহন, মিস্ত্রি ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন অফিস, দোকান এবং বাড়িঘরে পুজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে পুজো আয়োজকদের ব্যস্ততার চিত্র পরিলক্ষিত হয়েছে সোমবার ।
আগরতলা শহর সহ ধলাই জেলা কমলপুর, খোয়াই জেলা তেলিয়ামুড়া শহর সহ ত্রিপুরার প্রত্যেক বাজারে  বিভিন্ন এলাকার মূর্তি বিক্রেতারা মুর্তি নিয়ে হাজির হয়েছেন। পাশাপাশি ফল, মিষ্টি, মালা ইত্যাদি রকমারি পসরা সাজিয়ে ও বসে রয়েছে ব্যবসায়ীরা। তবে, অন্যান্য বছরের তুলনায় এবছর পুজোর আয়োজন থাকলেও বাজার তেমন ভালো নয় বলে সংবাদমাধ্যমকে জানালেন বিভিন্ন ব্যবসায়ীরা।
তার কারন হচ্ছে, ত্রিপুরায় বিগত দিনের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল অংশের মানুষ । এর প্রভাব পড়েছে পুজোর বাজারে ও। ব্যবসায়ীদের বক্তব্য অনুসারে, মানুষ পুজোর আয়োজন করেছেন অন্যান্য বছরের মতোই, কিন্তু বাজারের দাম অগ্নিমূল্য হওয়ায় সেই অনুসারেই মানুষ বিভিন্ন পুজোর সামগ্রী ক্রয় করছেন। ফলে মূর্তি কারিগররা এবছর তেমন লাভের মুখ দেখবেনা বলে আশংকা প্রকাশ করছেন তারা।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments