Friday, December 20, 2024
Homeরাজ্যের খবরসংস্কার হয় না ইছামতি নদীর , তিন দিনের বৃষ্টিতে নদীর জলে প্লাবিত...

সংস্কার হয় না ইছামতি নদীর , তিন দিনের বৃষ্টিতে নদীর জলে প্লাবিত বনগাঁ পৌরসভার একাধিক ওয়ার্ড

 শান্তনু টিকাদার, বনগাঁ: সংস্কার হয় না ইছামতি নদীর , তিন দিনের বৃষ্টিতে নদীর জলে প্লাবিত বনগাঁ পৌরসভার একাধিক ওয়ার্ড। নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের ফলে আগেই বনগাঁ পৌরসভার একাধিক ওয়ার্ডে জল জমেছিল। অতি বৃষ্টির ফলে বনগাঁ ইছামতি নদী তীরবর্তী কয়েকটি ওয়ার্ডে জলমগ্ন হয়েছে। জল ঢুকেছে একাধিক বাড়িতে।
ইতিমধ্যে বহু পরিবার বাড়ি ছাড়া হয়ে স্কুলে উঠেছেন। তারা বলছেন, ইছামতি নদী সংস্কার না হওয়ার কারণেই প্রতিবছর একটু বৃষ্টি হলেই তাদের জালে ডুবতে হয় । তাদের দাবি ইছামতি সংস্কার হলে তাদের এভাবে জলে ডুবতে হবে না । বনগাঁ পৌরসভার ১, ৬, ১৭ নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে ইছামতির জলে ডুবেছে পার্ক সহ অনেক বাড়ি ।
এদিন বনগাঁ পৌরসভার একাধিক ওয়ার্ডে পরিদর্শনে যান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। জলমগ্ন ওয়ার্ড পরিদর্শনের মাঝে তিনি দাবী করেছেন ইছামতি সংস্কার না হওয়ার কারণে অনেক ওয়ার্ডে জল ঢুকেছে । পৌর এলাকায় চার হাজার পরিবার জলমগ্ন হয়ে পড়েছে, তাদেরকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে । ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে । বিদ্যাধরী ডিভিশন কাজ না করার কারণে সমস্যায় পড়তে হচ্ছে নদী তীরবর্তী সাধারণ মানুষকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments