Tuesday, December 17, 2024
Homeবিদেশের খবরপ্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছে ঢাকায় বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুরা

প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছে ঢাকায় বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুরা

 বাংলাদেশ: বাংলাদেশে চলমান সহিংসতা, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা ও চাকুরীচ্যুত, ধর্মীয় কূটক্তির অজুহাতে খুলনায় পিটিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় ৮ দফা দাবীতে  প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছে ঢাকায় বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুরা।
কর্মস্থানে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সনাতন অধিকার মঞ্চ-এর উপদেষ্টা অধ্যাপক অশোক তরু। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সনাতন পার্টি -এর সাধারণ সম্পাদক অ্যাড. সুমন কুমার রায়।
বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপংকর শিকদার দীপু  বলেন, উক্ত প্রতিবাদ সমাবেশে চলমান সহিংসতা বন্ধ, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ ও চাকুরীচ্যুত, ধর্মীয় কটূক্তির অভিযোগে প্রশাসনের সম্মুখে  পিটিয়ে হত্যার চেষ্টা, জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছিত করার প্রতিবাদে, কর্মস্থানে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পূর্ব ঘোষিত ৮ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর প্রতি সুদৃষ্টি আকর্ষন করেন।
সংগঠনের সার্বিক তত্বাধায়ক ও বাংলাদেশ সনাতন পার্টি এবং বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন রায় বলেন, আমরা প্রতিনিয়ত আন্দোলন করছি, সরকার আসে সরকার যায় কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভাগ্যের কোন পরিবর্তন হয় না, দেশ আজ সাম্প্রদায়িকতার পরপূর্ন, দিন-দুপুরে প্রকাশ্যে প্রশাসনের সামনে পিটিয়ে মানুষ হত্যা করা হচ্ছে,শিক্ষকদের গলায় জুতোর মালা পড়ানো হচ্ছে,গাছে বেঁধে পটানো হচ্ছে, প্রতিনিয়ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, দেশ আজ হীরকরাজার দেশে পরিপূর্ণ হয়েছে,গুজব, বিদ্বেষ ও প্রতিহিংসা আজ এ দেশের  সবচেয়ে বড় সম্পদ।
এডভোকেট প্রহলাদ সাহা বলেন, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার চাই। অনতিবিলম্বে ৮ দফা দাবিসহ উপরিউক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। অনতিবিলম্বে সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক দাবি পুরণ করা না  দল-মত নির্বিশেষে অধিকার আদায়ে ঢাকা অভিমুখে লংমার্চ  ঘোষনা করা হবে।
ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তি রঞ্জন মন্ডল বলেন, দু:খের সাথে আমরা লক্ষ্য করছি বিভিন্ন শিক্ষকদের নিকট চাঁদা দাবী করা হচ্ছে। চাঁদা না দিলে তাকে জোরপূর্বক পদত্যাগ ও লাঞ্ছিত করা হচ্ছে। এটা সভ্যসমাজে কখনও কাম্য হতে পারে না।
সভাপতির বক্তব্যে অধ্যাপক অশোক তরু মহোদয় বলেন, আমরা জাতি হিসেবে খুবই হতভাগ্য ও অভিশপ্ত এবং জন্মই আমাদের আজন্মের পাপ।প্রজন্ম থেকে প্রজন্ম আমরা জ্বলছি।আর কত রক্ত আর কত অশ্রুর বিনিময়ে আমরা নিরাপত্তার সাথে এ দেশে বসবাস করতে পারবো এটা জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা একসাথে এই রক্ত ও অশ্রু দিতে আমরা প্রস্তুত। কারন আমাদের আগামী প্রজন্মকে এই নরককুন্ডে রেখে যেতে চাই না। আমরা আগামী প্রজন্মকে আমাদের রক্তের বিনিময়ে তাদের সুরক্ষিত রাখতে চাই।
পরিশেষে বক্তাগন উপরিউক্ত দাবীগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা  শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সকল বৈষময় দূর করে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের জন্য সমঅধিকার প্রপ্তির জোর দাবী জানায়।
দেখুন বিস্তারিত :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments