ত্রিপুরা,বিক্রম কর্মকার:-“হায় হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো” ছোট্ট ভগবত প্রভুর সাথে আগরতলা স্থিত নিজ অফিসে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা!আগরতলা জ্যাকশন গেটস্থিত একদন্ত সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত সিদ্ধিদাতা গণেশ পুজো উপলক্ষে আগরতলায় আমন্ত্রণ জানানো হয় ছোট্ট প্রতিভাবান ভগবত প্রভুকে।
তার সাথে শনিবার সন্ধ্যায় আগরতলা স্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিজ বাসভবনে তরুণ প্রতিভাবান ছোট্ট ভগবত প্রভুকে আমন্ত্রণ জানানো হয়। মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করে আপ্লুত। তিনি বললেন, এত অল্প বয়সে সনাতন ধর্ম সম্পর্কে তার গভীর জ্ঞান ও অন্তর্দৃষ্টি সত্যিই অসাধারণ। প্রাচীন জ্ঞান শেয়ার করার জন্য তার আবেগ অনুপ্রেরণাদায়ক। ভগবান শ্রীকৃষ্ণ তাকে আরো জ্ঞান, নির্দেশনা এবং সাফল্যের আশীর্বাদ করুক। তার সামনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।