Monday, December 23, 2024
Homeজেলার খবরঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন ঘাটাল লোকসভার...

ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক

মেদিনীপুর : ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী অভিনেতা দেব। সোমবার বিকেল নাগাদ দেব কেশপুর ব্লকের পিতম্বরপুর, ঝলকা, বিশ্বনাথপুর, কলাগ্রাম এলাকার বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন।
কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। সবশেষে সাংবাদিকদের তিনি জানান ঘাটাল সহ কেশপুরের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব রকম ভাবেই প্রস্তুত প্রশাসন। ইতিমধ্যেই যেসব এলাকা জলমগ্ন হয়েছে সেইসব এলাকায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে পাশাপাশি বন্যা কবলিত মানুষদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বিলিবন্টনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব বলেন, চলতি বছরের শেষের দিকেই ঘাটাল মাস্টারপ্ল্যান এর প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই বেশ কিছু সরকারি জমি অধিগ্রহণ করা হয়েছে। কিছু জমি জোট রয়েছে, সেটাও আলোচনা করা হচ্ছে যাতে দ্রুত সেই সমস্যা মিটে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments