BIG NEWS: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সমাজের সর্বস্তরে। সুবিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ।এবার আরজিকর কান্ডের প্রতিবাদের ছবি উঠে এলো ভাটপাড়া বিধানসভার অন্তর্গত কাকিনাড়া একটি গনেশ পুজোয়।
চলতি কথায় বাণিজ্য নগরী মুম্বাইয়ের পরে মিশ্র ভাষাভাষীর কাকিনাড়াতে গণেশ পুজোর চল সবচেয়ে বেশি। এবার আরজি করে মহিলা চিকিৎস মৃত্যুর প্রতিবাদের আজ পড়লো গণেশ পুজোর মন্ডপে। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, সমাজের নিকৃষ্টতম ঘটনা এই ধর্ষণ নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিচার হয়তো পাব। কিন্তু পুজো মন্ডপে প্রচুর মানুষের জনসমাগমে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেবে সবার একটাই লক্ষ্য ‘বিচার চাই’।