কোতুলপুর: কোতুলপুরে বিনামূল্যে খেলনা তৈরির প্রশিক্ষণ শিবির।প্রসঙ্গত, বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মদনমোহন পুর পঞ্চায়েতে সমহিতা মঠ ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যৌথ উদ্যোগে চলছে নরম খেলনা তৈরীর প্রশিক্ষণ শিবির। ৩৫ জন মহিলা এই প্রশিক্ষণ নিচ্ছেন। জানা গেছে ১৩ দিন ধরে চলবে এই শিবির।
এই প্রশিক্ষণ শিবিরে কোতুলপুরের দায়িত্বে থাকা প্রজেক্ট ম্যানেজার মানিক চ্যাটার্জী বলেন, কাপড়ের মধ্যে তুলো ভরে সেলাই এর মাধ্যমে যে সমস্ত নরম নরম খেলনা তৈরি করা যায় তার প্রশিক্ষণ এই শিবিরে দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ নিতে আসা একাধিক মহিলা বলেন, এখানে মূলত নরম খেলনা যেমন পুতুল, টেডি, কুকুর, ডল, বাঁদর, ইত্যাদি নিজের হাতে তৈরি করা শিখতে এসেছি। এছাড়াও যে খেলনা গুলো আমরা দোকানে বিক্রি হতে দেখেছি, আমরা নিজের হাতে এই খেলনা গুলো বানাতে পারব তা আমরা কখনো ভাবিনি। এই ট্রেনিং এ এসে অল্প দিনেই কিছু নরম খেলনা তৈরি করা শিখতে পেরে খুবই আনন্দিত আমরা।