বাঁকুড়া: বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতের অন্তর্গত বামুনারী মোড়ে আর.সি.টি সময়িতা মঠ ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যৌথ উদ্যোগে চলছে কষ্টম জুয়েলারি তৈরীর প্রশিক্ষণ শিবির। ৩৫ জন মহিলা এই প্রশিক্ষণ নিচ্ছেন। জানা গেছে ১৩ দিন ধরে চলবে এই শিবির।
এই প্রশিক্ষণ শিবিরে কোতুলপুরের দায়িত্বে থাকা টুম্পা কুণ্ডু জানান কিভাবে ছিট কাপড়, গামছা, ও টেরাকোটার ছোটো ছোটো জিনিস কে কাজে লাগিয়ে কষ্টম জুয়েলারি তৈরি করা যায় তার প্রশিক্ষণ এই শিবিরে দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ নিতে আসা একাধিক মহিলা বলেন,আমরা দোকানে এই সব বিক্রি হতে দেখেছি, এই সব কষ্টম জুয়েলারি। আমরা নিজের হাতে এই কষ্ঠম জুয়েলারি গুলো বানাতে পারব তা আমরা কখনো ভাবিনি। ছিট কাপড়, গামছা ও টেরাকোটার কিছু জিনিসকে কাজে লাগিয়ে নিজের হাতে যে এতো সুন্দর ও অল্প দিনেই কিছু কষ্টম জুয়েলারি তৈরি করা শিখতে পেরে খুবই আনন্দিত আমরা।