বাঁকুড়া : বাঁকুড়াতে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ফলে সোনামুখী বিধানসভার বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করে এবং গতকাল দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় তিন লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে দামোদর নদীতে প্রচুর জল বৃদ্ধি ঘটে ফলে নদী পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা আছে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
বিশেষ করে সোনামুখীর রাধামোহনপুর ও ডিহিপাড়া অঞ্চলে দামোদরের জল বাড়ায় একাধিক গ্রামে বন্যা হওয়ার ফলে প্রচুর মাটির বাড়ি ভেঙে পড়েছে এবং একাধিক বাড়ি এখনো জলের তলায়। যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। নৌকা নিয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। বাধ্য হয়ে গ্রামবাসীরা আশ্রয় নিচ্ছেন পার্শ্ববর্তী রিলিফ ক্যাম্পে।