Friday, December 20, 2024
Homeরাজ্যের খবরনিষ্ঠার সাথে বিশ্বকর্মা পূজার আয়োজন শান্তিপুর থানায়

নিষ্ঠার সাথে বিশ্বকর্মা পূজার আয়োজন শান্তিপুর থানায়

নদিয়া : রাজ্যের বিভিন্ন প্রান্তে সকল মানুষ বিশ্বকর্মা পুজোয় ব্রতী হয়েছেন। সেরকমই অভিনব ভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হচ্ছে নদীয়ার শান্তিপুর থানা তেও। মঙ্গলবার শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর উদ্যোগে শান্তিপুর থানার সমস্ত পুলিশ গাড়ি চালক এবং থানার সমস্ত আধিকারিক দের মঙ্গলকামনায় এই পুজোর আয়োজন করেছেন বলেই জানা যায় থানা সূত্রে।
যদিও এই পুজোয় রয়েছে অভিনবত্বের ছোঁয়া। কারণ আজকের দিনে সকলে এক পোশাক পরে বিশ্বকর্মা পুজোয় ব্রতী হন। এই ব্যাপারে থানার গাড়ি চালক তথা সিভিক ভলেন্টিয়ার রা জানান, আজ থানার বড়োবাবু নিজে উদ্যোগ নিয়ে এই পোশাক নির্বাচন করেছেন। সকাল বিশ্বকর্মার আরাধনা চলছে।
পুজোয় থানার সকল আধিকারিক তথা থানার পার্শবর্তী সকল মানুষ দের জন্য করা হয়েছে ভোগের ব্যবস্থা। তৎসহ সন্ধ্যায় পুলিশ কর্মীদের মনোরঞ্জনের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। তবে আজকের দিনে সমস্ত অফিসার, সিভিক একত্রিত হয়ে এই পুজোয় মাতোয়ারা হয়েছেন।তবে শত কাজের মধ্যেও এইটুকু আনন্দ ভাগ করে এখন রীতিমতো উৎসবের আমেজ শান্তিপুর থানায়। যদিও থানার পার্শ্ববর্তী এলাকায় বিতরণ করা হয় ভোগ প্রসাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments