নদীয়া : রেশন বন্ঠন দুর্নীতি মামলায় নদীয়ার কল্যাণী এ ব্লকের অন্তর্গত পাচের পল্লী এলাকার একটি বাড়িতে আজ সকালেই হঠাৎই ইডি হানা দেয়,জানা যায়,রেশন বন্ঠন দুর্নীতি মামলায় কল্যাণী এ ব্লকের অন্তর্গত পাঁচের পল্লীর অন্তর্গত এক ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রমের বাড়িতে হঠাৎ ই ডি হানা দেয়,এবং চলছে সকাল থেকে তল্লাশি অভিযান ইতিমধ্যে কলকাতা সহ জেলার পাচ জায়গাই সকাল থেকে চলছে ইডির তল্লাশি।।
ইডি অফিসার তথা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পাচ আধিকারিক সকালেই হানা দেয় কল্যানী ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রমের বাড়িতে, সকাল থেকেই একের পর এক তল্লাশি,যেখানে দাড়িয়ে সালমা হেমব্রমের গোটা বাড়িটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী,ইতিমধ্যে এনফোর্সমেন্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাচ জনের একটি প্রতিনিধি দল সালমা হেমব্রমের বাড়ির ভেতরে তদন্ত চালাচ্ছে,এই তদন্ত নিয়ে কল্যাণী শহর চত্বর জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।।