Friday, December 20, 2024
Homeজেলার খবরডি ভি সি দাবি করছে ২ লক্ষ ৭০হাজার পরিমান জল ছাড়ছে ,...

ডি ভি সি দাবি করছে ২ লক্ষ ৭০হাজার পরিমান জল ছাড়ছে , কিন্তু আমার ধারনা সাড়ে ৩লক্ষ থেকে ৪লক্ষ

হুগলী: ডি ভি সি দাবি করছে ২ লক্ষ ৭০হাজার   পরিমান জল ছাড়ছে  , কিন্তু আমার ধারনা সাড়ে ৩লক্ষ থেকে ৪লক্ষ  জল ছাড়ছে ডিভিসি। যার ফলে প্লাবিত হচ্ছে বিস্তৃর্ন এলাকা। এখনো তারা জল  ছেড়েই চলেছে।
আজ পুরশুড়ায় প্লাবিত এলাকা পরিদর্শনের পর এমন ই দাবি করলেন রাজ্যের কৃষিজ বিপনন মন্ত্রী বেচারাম মান্না।
আজ হুগলীর পুরশুড়া ব্লকে প্লাবিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ম্যান মেড বন্যা র কথা আগেই উল্লেখ করে এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার ও ঝাড়খন্ডের ঘাড়ে দায় চাপিয়েছেন। এবার আরো একধাপ এগিয়ে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সরাসরি ডিভিসিকে নিশানা করলেন। মন্ত্রী বেচারাম মান্না জানান, এবারের পরিস্থিতি ১৯৭৮সালের বন্যাকে ও ছাপিয়ে যেতে পারে। এখনো পর্যন্ত হুগলী জেলার ৭টি ব্লক ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। যার মধ্যে গোঘাট, খানাকুল, আরামবাগ, পুরশুড়া ব্লক সবচেয়ে বেশী ক্ষতিগ্ৰস্থ।
মন্ত্রী জানান, হুগলী জেলায় ৩৫টি গ্ৰাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়েছে , ৫লক্ষ মানুষ বানভাসী, ৭৩টি ত্রান শিবির খোলা হয়েছে , ৭ হাজার মানুষকে ক্যাম্পে সরিয়ে আনা হয়েছে পাশাপাশি পর্যাপ্ত ত্রান পৌঁছে দেওয়া হচ্ছে এলাকায়।।
অন্যদিকে আজ পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সফরকে   কটাক্ষ করেছেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি জানান, আজ মাননীয় মুখ্যমন্ত্রী পুরশুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। কিন্তু এতে লাভ কি ? পরিস্থিতি এক ই থাকবে। আমরা সবসময় এখানকার মানুষের পাশে থেকে কাজ করি, এই বন্যা পরিস্থিতিতে আমরা সবসময় নদীর পাড়েই আছি। কিন্তু ওনাদের কোন কার্যকর্তা এখানে আছে ? কোন বাঁধ সংস্কার হয় নি, ওনার দলের নেতারাই সেচ দফতরের বিরুদ্ধে অভিযোগ করছে। পরিকাঠামো নেই ,শুধু এসে মুখ দেখিয়ে কি লাভ ? লোকসভা ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উনি বলেছিলেন , কিন্তু কিছু করেন নি। এসব শুধু লোক দেখানো।।
পাল্টা বিজেপিকে কটাক্ষ করে মন্ত্রী বেচারাম মান্না বলেন, বিজেপি মানুষকে নিয়ে রাজনীতি করে। এখন ওরা মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে , যা নিয়ে রাজনীতি করা যায়। ভোটের আগে তো নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন, আমাদৈর নেত্রীও ভোটের সময় এসেছিলেন । কিন্তু বন্যায় আমাদের নেত্রী এলেন, ওরা নরেন্দ্র মোদী কে বলুক এখানে এত বন্যা হয়েছে একবার আসতে। আসাম সহ অন্য রাজ্যে বন্যা হলে কেন্দ্র অনুদান দেয় আর এই রাজ্যে আরামবাগ এ বন্যা হলে কাঁচকলা দেখায়। তাই ওদের মুখে এসব বড় বড় কথা মানায় না। এখানকার মানুষ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে , তাই তাদের উচিত নরেন্দ্র মোদী র থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা আনা এবং ড্যাম্প গুলো সংস্কার করা ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments