আর মাত্র কিছুদিনের অপেক্ষা বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর।। তার আগেই মায়ের আগমন কালে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তেমনি দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে আজ বর্ধমান টাউন স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই বসে আঁকো প্রতিযোগিতায় ক থেকে ঙ বিভাগ পর্যন্ত প্রতিযোগীরা রয়েছে যার মধ্যে একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে কলেজ পড়ুয়ারাও অংশগ্রহণ করেছে এই বসে আঁকো প্রতিযোগিতায়। প্রায় ৭৮০ জন প্রতিযোগী অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।
দুর্গাপূজা সমন্বয় সমিতির সদস্যরা জানান তাদের দুর্গাপূজা সমন্বয় সমিতির পক্ষ সারা বছরে নানান কর্মসূচি গ্রহণ করা হয় আর কিছুদিনের অপেক্ষা মা দুর্গার আগমন তার আগেই বসে প্রতিযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকলের মধ্যে উৎসাহ মেলবন্ধন সৃষ্টি করার উদ্দেশ্যে। এবং এই বসে আঁকো প্রতিযোগিতা যারা ভালো ফল লাভ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে বর্ধমান সংস্কৃত লোকো মঞ্চ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে।
এছাড়াও তারা জানান বর্ধমান দুর্গাপূজার সমন্বয় সমিতি দুর্গা পূজার সময় সাধারণ মানুষের কাছে নানান পরিষেবা দিয়ে থাকেন, পুজোর সময় চার দিনব্যাপী নানান কর্মসূচি থাকে একটি ক্যাম্প করা হয় যেখানে রাস্তায় আগত দর্শনার্থীদের পানীয় জলের ব্যবস্থা, ডাক্তার ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। সামাজিক নানান কাজের সঙ্গে তারা যুক্ত থেকে সবসময় এটা সমাজের ক্ষেত্রে একটি ভালো দিক বলে মনে করেন সকলেই