Sunday, December 22, 2024
Homeউত্তরবঙ্গযাত্রীদের কথা মাথায় রেখে কোচবিহার-কলকাতা শীততাপ নিয়ন্ত্রিত রকেট বাস চালু হল

যাত্রীদের কথা মাথায় রেখে কোচবিহার-কলকাতা শীততাপ নিয়ন্ত্রিত রকেট বাস চালু হল

কোচবিহার: যাত্রীদের কথা মাথায় রেখে কোচবিহার  কলকাতা শীততাপ নিয়ন্ত্রিত রাকেট বাস চালু হল। শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে উত্তরবঙ্গ রাষ্ট্রের পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিশেষ আধিকারিকদের উপস্থিতিতে উদ্বোধন হলো একটি এসি রাকেট বাস, দুটি নন এসি রকেট বাস, দুটি সি.এন.জি বাস। যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বেশ কয়েকটি বাস  উদ্বোধনের পাশাপাশি সংস্থার সফল কর্মীদের একই দিনে  পুরস্কার বিতরণ করা হয় । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান,
কোচবিহার থেকে কলকাতা গামী এসি রকেট বাস প্রত্যেক সোমবার ও শুক্রবার কোচবিহার থেকে রওনা দেবে এবং প্রত্যেক মঙ্গলবার ও শনিবার কলকাতার থেকে পুনরায় কোচবিহারে ফিরে আসবে। সেই সাথে আরো দুটি সিএনজি বাস চালু হল। এছাড়াও ১১ জন কৃতি কর্মীকে পুরস্কৃত করা হলো। এদের মধ্যে রয়েছে চালক, কন্ট্রাকটর, মেকানিক ও চেকিং স্টাফ। খানিকটা এদেরকে উৎসাহিত করা। যারা ভালো কাজ করেছে তাদেরকে দেখে যাতে অন্যান্যরা উৎসাহিত হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার ৪২ জন এ ধরনের কর্মীকে আমরা পুরস্কৃত  করবো।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments