ব্যারাকপুর: পুলিশের উপর ক্ষোভ বাড়ছে জনতার, ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকদের নিয়ে আলোচনা বৈঠক করলেন কমিশনার আর জি কর হাসপাতালে ঘটনার পর থেকেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিছেন রাজ্যের সাধারণ মানুষ। এমন কি অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতি পুলিশের ব্যবহার নিয়েও বারবার প্রশ্ন উঠছে।
তাই এবার সাধারন মানুষের সাথে পুলিশ কর্মীদের ব্যবহার কি ভাবে আরো ভালো করা যায় তার জন্য উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আজ ব্যারাকপুরের কমিশনারেটের গোয়েন্দা বিভাগ দপ্তরে সমস্ত থানার সিনিয়র পুলিশ কর্মীদের সাথে বিশেষ আলোচনায় করলেন ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া,ও কমিশনারেটের শীর্ষ পুলিশ কর্তারা।
সাধারণ মানুষদের সাথে সু সম্পর্ক স্থাপন এবং সাধারণ মানুষের সাথে করা পুলিশের ব্যবহার আরো উন্নত করার লক্ষ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শুরু হলো দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। এদিন পুলিশ কমিশনার ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের পদস্থ কর্তারা।