পুরুলিয়া: পুরুলিয়া শহরকে যানজট মুক্ত করতে পুরুলিয়া জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে শহরের মধ্যস্থলে থাকা বাস স্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার। তারি জায়গা পরিদর্শনে আজ বিকেলে পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত সোনাইজুড়ি গ্রামের পাশাপাশি ন্যাশনাল হাইওয়ের ধারে জায়গা পরিদর্শনে পৌঁছালেন, পুরুলিয়া জেলাশাসক, পুলিশ সুপার, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি, পুরুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকেরা।
বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানান, শহরকে যানজট মুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।