দুর্গাপুর: জেসিবি দিয়ে নির্মাণ ভাঙা শুরু করতেই উত্তেজনাদুর্গাপুর: উচ্ছেদ করতে গিয়ে শনিবার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে চন্ডীদাসে ব্যাপক বাধার মুখে পড়েন ডিএসপি কর্তৃপক্ষ। এদিন চন্ডীদাস সংলগ্ন শরৎচন্দ্র এভিনিউ এলাকায় ডিএসপির জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা নির্মাণ ভাঙতে যান কর্তৃপক্ষ।
স্থানীয়দের বাধা উপেক্ষা করে জেসিবির মাধ্যমে উচ্ছেদের কাজ শুরু করলেই শুরু হয় বচসা। ব্যাপক উত্তেজনা তৈরি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় সিআইএসএফ এবং দুর্গাপুর থানার পুলিশকে। এলাকার সমাজসেবী লক্ষ্মণ ঘোষাল ডিএসপি কর্তৃপক্ষকে অনুরোধ করেন, সামনেই দুর্গাপুজো।
এখন উচ্ছেদ করা হলে বহু মানুষ রুজিরুটি হারাবেন। পুজোর পর উচ্ছেদ করা হোক। এরপরেই ডিএসপির আধিকারিকেরা এলাকা থেকে চলে যান।উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে দুর্গাপুরের মহিস্কাপুর এলাকায়। ডিএসপি কর্তৃপক্ষ উচ্ছেদ করতে গেলে ডিএসপির আধিকারিকদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। এরপরেই তা ধস্তাধস্তির রূপ নেয়। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সামাল দিতে হিমশিম খায় সিআইএসএফ। পরে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে