Monday, December 23, 2024
Homeউত্তরবঙ্গরাজ্যজুড়ে ঘটে চলা নারী নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে ধর্না ও অবস্থান বিক্ষোভ বিজেপির

রাজ্যজুড়ে ঘটে চলা নারী নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে ধর্না ও অবস্থান বিক্ষোভ বিজেপির

শিলিগুড়ি : রাজ্যজুড়ে বারংবার উঠে আসছে নারী নির্যাতনের ঘটনা। সদ্য ঘটে যাওয়া কলকাতার বুকে আরজি করের ডাক্তার ছাত্রীর নির্মম হত্যা ও ধর্ষণের প্রতিবাদে সরব গোটা দেশ। তারপরেও নারী নির্যাতন যেন ঠামার নাম নেই এই বাংলায়।
তাই মঙ্গলবার এইসবের প্রতিবাদেই শহর শিলিগুড়ির সফদর হাশমি চকে ধর্না ও
অবস্থান-বিক্ষোভে সরব হয় ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা। এদিন বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই কর্মসূচি গ্রহণ করা হয়। যার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ সহ রাজ্যে ঘটে চলা নারী নির্যাতনের যে বর্বরতা তার বিরুদ্ধে আওয়াজ তোলা হয়।
এছাড়াও এদিন এই ধর্না ও অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলার সভাপতি অরুন মন্ডল ও শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী কাউন্সিলর অমিত জৈন সহ বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলার অন্যান্য কার্যকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments