পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের মদের দোকান বন্ধের দাবীতে প্রবল প্রাকৃতিক দুর্যোগকে হেলায় তুচ্ছ করে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় পথে নামলেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের ইটাবেড়িয়া এলাকায় শত শত মানুষ। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এলাকায় নতুন গজিয়ে ওঠা এই মদের দোকান বন্ধের দাবীতে সোচ্চার হন। বেশ কিছু স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীও সামিল হয় এই প্রতিবাদ কর্মসূচিতে।
মানিকজোড় কামিনী কুমারী হাই স্কুলের সামনে সরকারি মদের লাইসেন্স দেওয়ার প্রতিবাদে আজ নাগরিক সমাজের ডাকে এই প্রতিবাদ মিছিল। যুবসমাজকে ধ্বংসের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এই সরকার এমনটাই দাবি করছেন এলাকার প্রতিবাদীরা। নতুন প্রজন্ম কে মাতাল তৈরি করার পরিকল্পনা নিয়েছে এই সরকারের এই দপ্তরের প্রতিনিধিরা যারা রয়েছে। স্কুলের দেড় কিলোমিটারের মধ্যে কি করে মদ দোকান খোলার অনুমতি পায় প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা।
কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিল ভূপতিনগর থানার পুলিশ।