Thursday, January 2, 2025
Homeবিদেশের খবরকিশোরী ও কিশোর হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

কিশোরী ও কিশোর হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

বাংলাদেশ: ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাশ ও কিশোর জয়ন্ত কুমার সিংহ-এর হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক অতীতে কিশোরী ফেলানী খাতুনসহ বহু মানুষকে বেআইনীভাবে গুলি করে হত্যা করা হয়েছে।
গত এক সপ্তাহের ব্যবধানে ১৩ বছরের কিশোরী স্বর্ণা দাস এবং ১৫ বছর বয়সী শ্রী জয়ন্ত কুমার সিংহকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের লালারচক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছামাত্র হঠাৎ বিএসএফকে দেখে স্বর্ণা। এ সময় সে আতঙ্কিত হয়ে অনুনয় বিনয় করে বলে আমাকে মেরো না, আইনের আশ্রয়ে নিয়ে নেও। তার কথাগুলোর প্রতি উত্তরে বিএসএফ এর বুলেটে বুক ঝাঁজরা হয়ে যায় স্কুল ছাত্রী স্বর্ণা। ৯ সেপ্টেম্বর বাংরাদেশের ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা সীমান্তে ১৫ বছরের জয়ন্ত কুমার সিংহ বিএসএফের গুলিতে নিহত হন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এই নৃশংস হত্যাকান্ডের গভীর ক্ষোভ তীব্র নিন্দা জানিয়ে এবং এই ন্যাক্কারজনক হত্যাকান্ডের বিচার এবং নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি করে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments