Tuesday, December 17, 2024
Homeজেলার খবরমানসিক স্বাস্থ্য খারাপ,ফিরিয়ে নিতে চায়না মা বাবা,এক আত্মীয় ফিরিয়ে নিয়ে গেলো

মানসিক স্বাস্থ্য খারাপ,ফিরিয়ে নিতে চায়না মা বাবা,এক আত্মীয় ফিরিয়ে নিয়ে গেলো

 হুগলি : মানসিক স্বাস্থ্য খারাপ,ফিরিয়ে নিতে চায়না মা বাবা,এক আত্মীয় ফিরিয়ে নিয়ে গেলো।রাস্তা থেকে উদ্ধার হওয়া দুই মহিলাকে ঘরে ফেরালো চুঁচুড়া আরোগ্য।চুঁচুড়া থানা দিন কয়েক আগে এক মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করে চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যর কাছে দিয়েছিল।মহিলার কাউন্সেলিং করে তার বাড়ির ঠিকানা পাওয়া যায়।মুর্শিদাবাদের লালবাগের তেঁতুলিয়া গ্রামে শ্বশুর বাড়ি সাধেশ্বরী মন্ডলের।
বাপের বাড়ি লালগোলা।মাস খানেক আগে সে নিখোঁজ হয়ে যায় লালগোলা থেকে।তাঁর এক আত্মীয় তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কানন মন্ডল।তাকে ফোন করে যোগাযোগ করে স্বেচ্ছাসেবী সংগঠন।আজ কানন চুঁচুড়ায় এসে সাধেশ্বরীকে নিয়ে যান।যাওয়ার আগে তিনি জানান,মহিলার মা বাবা আছেন।তাদের যখন জানান মেয়ের খোঁজ পাওয়া গেছে তারা জানিয়ে দেন থাক ফিরিয়ে আনতে হবে না।কথা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি।
গতকাল রাতে নদীয়া মদনপুরের এক মহিলা শুক্লা ভগতকে চুঁচুড়ায় ঘুরতে দেখে কয়েকজন ব্যক্তি তাকে আরোগ্যতে দিয়ে যান।আজ তাঁর দাদা বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন,দিনকাল খারাপ রাতের বেলায় মহিলারা রাস্তায় ঘুরলে বড় বিপদ হতে পারে।তখন প্রশাসনের দায় হয়ে যায়।দুজন মহিলাকেই ঘরে ফেরার ব্যবস্থা করা হয়েছে।কিন্তু সবচেয়ে যেটা খারাপ মুর্শিদাবাদের মহিলাকে তার মা বাবাই ফিরিয়ে নিতে চায়না।মানসিক ভারসাম্যহীন মহিলা যাবেন কোথায়।তবু ভালো তার এক আত্মীয় তাকে ফিরিয়ে নিয়ে গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments