Sunday, December 22, 2024
Homeরাজ্যের খবরতিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গননাট্য সংঘের মানব...

তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গননাট্য সংঘের মানব বন্ধন ও প্রতিবাদ সভার শেষে উত্তেজেনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা চৌপথি এলাকায়

Big News Desk : তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবঙ গনতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গননাট্য সংঘের মানব বন্ধন ও প্রতিবাদ সভার শেষে উত্তেজেনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা চৌপথি এলাকায়। প্রতিবাদ সভায় সংগঠনের পক্ষ থেকে মাথাভাঙার রাজপথে নানান ছবি একে প্রতিবাদ জানানো হয়।ঘটনার সূত্রপাত ঘটে সেখানে হাওয়াই চটির ছবি আকা হয় এবং সেখানে লেখা ছিলো চটি চাটা বন্ধ করো।তৃনমুল কংগ্রেস কর্মীরা এসে সেই ছবি মুছে দেয় এবং সে সময় ঔষধের দোকানে ঔষধ নিতে আসা এক সিপিএম কর্মীকে মারধর করা হয়।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনা ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ।পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং গণনাট্য সংঘের নেতৃত্বদের নবীন পাল, মোকসেদুল ইসলাম জানান, দুই সংগঠনের পক্ষ থেকে আরজিকরের ঘটনায় মাথাভাঙ্গা শহরের সকল শিল্পীদের আহ্বান জানিয়েছি লাম শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ জানাতে। কেউ গান করেছে কেউ আবৃত্তি করেছে কেউ রংয়ের তুলিতে প্রতিবাদ করেছে। চিত্রশিল্পীরা রাস্তাতে তুলির টানে প্রতিবাদ তুলে ধরেছে। সেখানে একেকজন একেক ভাবে প্রতিবাদ করেছে। অনুষ্ঠানের শেষে আমাদের একজনকে আক্রান্ত হতে হয়েছে।
তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, আরজিকর কান্ডে আমরাও আন্দোলন করছি। দোষীদের শাস্তির দাবি করেছি।  বিজেপি , সিপিএম সহ কিছু সংগঠন আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে। চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই করছি। মারধরের কোনো ঘটনাই ঘটেনি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments