Tuesday, December 17, 2024
Homeজেলার খবরলোন নিয়ে পরিশোধ করলেও টাকা জমা হয়নি বইতে!এজেন্টকে ঘিরে বিক্ষোভ মহিলাদের

লোন নিয়ে পরিশোধ করলেও টাকা জমা হয়নি বইতে!এজেন্টকে ঘিরে বিক্ষোভ মহিলাদের

হবিবপুর: বেসরকারি লোন সংস্থার থেকে লোন নিয়ে,লোনের টাকা পরিশোধ করলেও টাকা জমা হয়নি বইতে, সংস্থার এজেন্ট কে ঘিরে বিক্ষোভ মহিলাদের  লোন নিয়ে মহা বিপাকে লোন গ্রহীতারা।রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর রাঘবপুরের একাধিক মহিলারা পড়েছেন বিপাকে।তাদের দাবি কেউ একবছর,কেউ দেড় বছর আগে টাকার প্রয়োজনে লোন নিয়েছিলেন ভারত ফাইন্যান্স নামে একটি লোন সংস্থার থেকে।যদিও ওই সংস্থার সঙ্গে একটি রাষ্টায়ত্ব ব্যাংকের চুক্তি আছে বলেও জানা যায়।মহিলাদের দাবি বেশ কিছুদিন যাওয়ার পর তাদের  তাদের মধ্যে অনেকেই  লোন শোধ করে দিলেও এখনো অব্দি
সেই টাকা জমাই করেনি লোন নিতে আশা সংস্থার এজেন্ট। তাঁদের দাবি কেউ ২৮ হাজার 718 টাকা , কেও এবার 31 হাজার টাকা, ১৭৫৭০ টাকা, আঠার হাজার টাকা শোধ করেন। তাঁদের অভিযোগ  সেই টাকার কোনরকম রিসিভ দেয়া হয়নি তাদের। তারপরেই, লোন তুলতে আসা ব্যাংক কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা।
তাদের দাবি আমরা টাকা স্যারের  হাতে দিলেও সেই টাকা বইতে তোলা হয়নি। অন্যদিকে সেই স্যারের সাথে যোগাযোগ করা হলো কোনরকম উত্তর দেননি। অন্যদিকে ব্যাংকের ম্যানেজার এই বিষয়ে কোন মুখ খুলতে চাননি এখন তারা অসহায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments