ত্রিপুরা,বিক্রম কর্মকার:-বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের পাশাপাশি সাংবাদিক ও খেলোয়ারদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল ইনচার্জ তথা আইনজীবী দেবদাস বক্সী!আগরতলা বড়দোয়ালীস্থিত নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল ইনচার্জ ও আইনজীবী এবং ক্লাব সম্পাদক দেবদাস বক্সী জানিয়েছেন, ত্রিপুরায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের পাশাপাশি খেলোয়ার এবং সাংবাদিকদের পরিবারদের প্রতি ও নজর রেখে চলেছেন তিনি।
বিশেষ করে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সাংবাদিক এবং খেলোয়ার যারা আছেন তাদের সাহায্য করার জন্য তিনি সর্বদা কাজ করে চলেছেন । শুধু তাই নয়, নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তিনি সর্বদা মানুষের পাশে থাকেন। এবছর শারদীয়া দুর্গাপুজোতে বিভিন্ন কর্মসূচি ও হাতে নিয়েছে নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। ত্রিপুরায় সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে এবারের শারদীয়া দুর্গোৎসব স্বল্প পরিসরে করতে চলেছে নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ।
তিনি আরো জানান, ভয়াবহ বন্যায় বড়দোয়ালী অত্র এলাকার এমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি, তবে, ৬টি পরিবার সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবার শারদীয়া দুর্গাপুজোতে সেই ৬টি পরিবারকে কোনপ্রকার চাঁদা দিতে হবে না, পাশাপাশি দুর্গাপুজোর দিনগুলোতে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগ্যাল ইনচার্জ ও আইনজীবী এবং ক্লাব সম্পাদক দেবদাস বক্সী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি কিশোর মজুমদার, ক্লাব সদস্য নারায়ণ রুদ্র সহ অন্যান্যরা।