ত্রিপুরা,বিক্রম কর্মকার:-আগরতলা জিবিপি হাসপাতালের রাস্তায় পড়ে ছটফট করছে রোগী! দেখা নেই হাসপাতাল কতৃপক্ষের!
ফের অমানবিকতার চিত্র প্রকাশ্যে আসলো ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে। হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে বেড়িয়ে এক অসুস্থ রোগী রাস্তায় ছটফট করতে থাকে দীর্ঘ সময়।
সেই রোগীকে হাসপাতালের ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য ছিলেন না কোন স্বাস্থ্যকর্মী। রোগীকে রাস্তায় পড়ে ছটফট করতে থাকার এই দৃশ্য দাঁড়িয়ে উপভোগ করেছিলেন জিবিপি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীরাও।
বিভিন্ন সময় আগরতলা জিবিপি হাসপাতালের ডাক্তারবাবুরা সাংবাদিক সম্মেলন করে বলে থাকেন আগরতলা জিবিপি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার আগের থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে। এখন প্রশ্ন উঠছে, রাস্তায় পড়ে ছটফট করছে রোগী মানবিকতা আজ কোথায় আগরতলা জিবপি হাসপাতালের? কোথায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা।