Monday, December 23, 2024
Homeউত্তরবঙ্গএদিন বেলা ৩ টা নাগাদ বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে...

এদিন বেলা ৩ টা নাগাদ বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এক প্রতিনিধিদল

কালিয়াগঞ্জ  : অস্হায়ী কর্মী পদে নিয়োগ বাতিলের দাবি নিয়ে বুধবার কালিয়াগঞ্জ কলেজে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল বিজেপি। এদিন বেলা ৩ টা নাগাদ বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এক প্রতিনিধিদল কালিয়াগঞ্জ কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বিপুল মন্ডলের হাতে দাবিপত্র তুলে দেয়। একই সময়ে কলেজের একদল ছাত্র কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবি নিয়ে অধ্যক্ষের চেম্বারে চলে আসে। কলেজের বিভিন্ন পদে অস্হায়ী কর্মী নিয়োগ কি পদ্ধতি মেনে করা হয়েছে। বিজেপি নেতৃত্ব সেই বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জানতে চান৷
নিয়োগ সম্পর্কিত তথ্য আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিজেপিকে নেতৃত্বকে জানানো হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের তরফে এই আশ্বাস মিললে বিজেপির ডেপুটেশন কর্মসূচি সমাপ্ত হয়।বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস বলেন, বিভিন্ন সুত্রে আমরা জানতে পারি কালিয়াগঞ্জ কলেজের বিদায়ী অধ্যক্ষ ৩১ অগাস্ট অবসরগ্রহণের আগে অস্হায়ী কর্মী পদে ১৫ জনকে অবৈধ ভাবে নিয়োগ করেছেন। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনে করা হয়নি বলেই শুনছি।
যদি তেমন হয়, তাহলে সেই নিয়োগ প্যানেল বাতিল করতে হবে এটাই আমাদের দাবি। ৪৮ ঘন্টার মধ্যে নিয়োগ সম্পর্কিত তথ্য আমাদের জানাবেন বলে আশ্বস্ত করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমরা এই সময়সীমা পর্যন্ত অপেক্ষায় আছি। অপরদিকে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বিপুল মন্ডল বলেন, ১ সেপ্টেম্বর আমি দায়িত্ব নিয়েছি। তার আগে অস্হায়ী কর্মী পদে এই নিয়োগ প্রক্রিয়া কি ভাবে হয়েছে, তা বিদায়ী অধ্যক্ষের কাছে জেনে বিজেপি নেতৃত্বকে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments