ইসলামপুর : গভীর রাতে ইসলামপুর থানার বিজুখোর এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ডাকাতিতে বাঁধা দিতে গেলে বোমাবাজি করে পালিয়ে যায় ডাকাত দলটি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ দুটি তাজা বোমা উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে ইসলামপুর থানার বিজুখোর এলাকার বাসিন্দা শিক্ষক আক্তার হোসেনের বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়ির জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে।
এরপর শুরু করে লুটপাট। বাড়ির লোকজন বাঁধা দিতে গেলে বোমা বাজি করে ডাকাত দলটি পালিয়ে যায়। বোমা বাজির খবর পেয়ে গ্রামবাসীরা ওই শিক্ষকের বাড়িতে ছুটে আসেন। ততক্ষণে ডাকাত দলটি ঘটনাস্থল থেকে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ দুটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।