শিলিগুড়ি : সোমবার অর্থাৎ আজ সকালে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ এবং আগামীকাল শিলিগুড়ি ও হলদিবাড়িতে তার নানান কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে যোগ দিতেই রবিবার রাতেই কলকাতা থেকে ট্রেনে চেপে সোমবার অর্থাৎ এদিন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফের একবার এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন তিনি। সাংবাদিকদের “থ্রেট কালচারে”র প্রশ্নে একরাশ ক্ষোভ উগড়ে দেন সুকান্তবাবু। তিনি বলেন, রাজ্যের সমস্ত জায়গায় “থ্রেট কালচার” চলছে। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও এই “থ্রেট কালচার” দেখা গিয়েছে, যা খুবই চিন্তার বিষয়।
পাশাপাশি রাজ্যের বিধানসভাতেও “থ্রেট কালচার” চলে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। এছাড়াও আরজিকরের ঘটনায় ডাক্তারদের আন্দোলনে দুই পুলিশের রদবদল নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, পুলিশের রদবদলেও রাজনীতি করেছে রাজ্য সরকার। এমনকি বন্যা প্রবলিত এলাকাগুলিতে ত্রান নিয়েও রাজনীতি করছে রাজ্য প্রশাসন। এমনকি আরজি করের ঘটনা থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যবাসীর দৃষ্টিকে বন্যার পরিস্থিতির দিকে আকর্ষণ করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের বন্যার পরিস্থিতির বিষয়ে সমস্ত খবরই রাখছেন। যার ফলে ইতিমধ্যেই বিজেপির তরফে বেশ কিছু জায়গায় ত্রান বিলি করা হয়েছে। এবং আগামীতেও যথাসাধ্য ত্রানবিলিতে সহায়তার হাত বাড়াবে বিজেপি।
পাশাপাশি এই দিন তিনি মুখ্যমন্ত্রীকে একহাত নিতে নিয়ে বলেন, যেমন সঞ্জয় ও সন্দীপ বধ হয়েছে ঠিক তেমনই আরো একজন অর্থাৎ মোট তিনজন বধ হবে পুজোর আগেই।