আলিপুরদুয়ার:- বীরভূমে আজ ফিরছেন অনুব্রত মন্ডল। সেই অনুব্রত মন্ডলকে কটাক্ষ করে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, ‘ও বাঘ কেন, ওকে বেড়ালও মনে করি না।
আপনারাই তৃনমুলের মত করে বাঘ বানিয়েছেন। ও বেড়ালও নয়। বেড়াল তো তাও বাঘের মাসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন খুব অসহায় অবস্থা। কাকে ধরবেন বুঝতে পারছেন না। আগে ভাইপো কে রক্ষা করুক। সিবিআই আর কী করবে, উপরে যা ঠিক হয় তাই করছে।