Monday, December 23, 2024
Homeজেলার খবরকামারহাটি সাগরদত্ত হাসপাতালে  পুলিশ আউট পোস্টের উদ্বোধন করলেন নগরপাল অলোক রাজোরিয়া

কামারহাটি সাগরদত্ত হাসপাতালে  পুলিশ আউট পোস্টের উদ্বোধন করলেন নগরপাল অলোক রাজোরিয়া

উত্তর২৪ পরগনা:  চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে গড়ে তোলা হল পুলিশ আউট পোস্ট। এদিন এই পুলিশ আউট পোস্টের শুভ উদ্বোধন করলেন নগরপাল অলোক রাজোরিয়া। নগরপাল ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন,ডিসি সাউথ জয় টুডু,ওসি কামারহাটি সুব্রত হালদার,ওসি দক্ষীনেশ্বর সিদ্ধার্থ মিশ্রা,ওসি বেলঘরিয়া শুভ্রজীৎ মজুমদার সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকগন।
পুলিশ আউট পোস্টের উদ্বোধন করে নগরপাল অলোক রাজোরিয়া বলেন, আগে এখানে একটা ছোট ক্যাম্প ছিল। সেটাকে আউট পোস্টে পরিণত করা হল। কামারহাটি থানার ওসির নির্দেশ মতো এই আউট পোস্ট কাজ করবে। এই আউট পোস্টে চারজন অফিসার, ১৬ জন কনস্টেবল এবং ৮ জন সিভিক ভলান্টিয়ার নিযুক্ত করা হয়েছে। চিকিৎসক কিংবা নার্সরা কোনও সমস্যায় পড়লে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments