মেদিনীপুর: কংসাবতী নদীর জলে প্লাবিত মেদিনীপুর পৌরসভার ১৭ ও ১৮নং ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকাগুলি। বানভাসি হয়েছে প্রায় ১০০টি পরিবার। বুধবার দুপুরে প্লাবিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মেদিনীপুর সদরের মহকুমাশাসক মধুমিতা মুখোপাধ্যায়।
মঙ্গলবার থেকেই অসহায় এই পরিবারগুলির কাছে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে মেদিনীপুর পৌরসভার তরফে। মঙ্গলবার বিকেলেও এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মহকুমাশাসক। বুধবার ফের তিনি ওই এলাকায় আর্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী সহ ত্রাণ বিলি করেন। তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ অন্যান্যরা।