উত্তর দিনাজপুর : তিলোত্তমা বিচারের দাবিতে সারা রাজ্যের ৮-৮০ সকলে গর্জে উঠেছে রাস্তায় নেমে।সোমবার কালিয়াগঞ্জ শহরের দর্পণে গর্জন কর্মসূচির মাধ্যমে সম্মিলিত নাট্য কর্মীরা শহরের মহেন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন স্থানে মহিলা চিকিৎসক পৈশাচিক নরহত্যার প্রতিবাদে মঞ্চস্থ করলো পথ নাটক ” ফিনিক্স”।
১৬ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় একই দিনে পঞ্চাশটি নাটক পঞ্চাশটি নাট্য দলের নাট্য কর্মীরা “.ফিনিক্স” নাটকটি সর্বত্রই সাফল্যের সাথে মঞ্চস্থ করে।নাটকটি দেখতে সর্বত্র ভির ছিল চোখে পড়ার মত। কালিয়াগঞ্জ সম্মিলিত নাট্য দলগুলির মধ্যে এই নাটকে অংশ গ্রহন করে কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থা,কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার,যাত্রিক নাট্য গোষ্ঠী এবং প্রজ্বলন নাট্য সংস্থার কর্মীরা।