শিলিগুড়ি : প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ি পুরনিগমে করা হলো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পূজোর পাশাপাশি সমাজসেবামূলক কর্মসূচিও গ্রহণ করা হয় এবার। একদিকে যেমন পৌরনিগমের প্রাঙ্গণে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়, ঠিক তেমনি আরেক দিকে চলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান রক্তদান শিবিরের আয়োজন। এদিন এই রক্তদান শিবিরে পৌরনিগমের কার্যকর্তা থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর এবং সাধারণ মানুষ রক্তদান করেন।
এদিন প্রথমে পৌর নিগমের প্রাঙ্গনে করা হয় বিশ্বকর্মা পুজো। পরে পৌরনিগমের সমস্ত গাড়ির পুজো করা হয় এবং পরে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হাত দিয়ে শুভ উদ্বোধন করা হয় রক্তদান শিবিরের।