হাওড়া : আরজিকর কাণ্ডের সুপ্রিম কোর্টের শুনানির দিনেই বিশ্বকর্মা পূজার মধ্য দিয়েও বিচার চাইতে দেখা গেল হাওড়া বালটিকুরি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের পূজাতে আরজি কর হাসপাতালের তরুণীর চিকিৎসক ধর্ষণ ও খুনের এবার বিচার চাইতে দেখা গেলো বিশ্বকর্মা পূজাতে । দেবশিল্পী বিশ্বকর্মা পূজা হচ্ছে বিভিন্ন কাল কারখানা সহ ছোট খাট শিল্পে । তবে আরজি কর কান্ডের আবহের মধ্যেই হাওড়ার বালটিকুড়ী ইন্ডাস্ট্রিয়াল বেল্টের বিশ্বকর্মা পূজাতে দেখা গেল তরুণীর চিকিৎসকের খুন ধর্ষণের বিচার চেয়ে ব্যানার দেখা গেলো।
আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সাধারণ মানুষ থেকে সাহিত্যিক কবি শিল্পীরা পথে নেমেছেন তাই শিল্পকর্মের সঙ্গে যারা যুক্ত তারাও এই ঘটনার বিচার চাইছেন এমনটাই জানাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল বেল্টের এক কর্মচারী।