বালুরঘাট:আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথে নামল আশা কর্মীরা। এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের, দক্ষিণ দিনাজপুর ইউনিটের তরফে বালুরঘাট শহর জুড়ে এক মিছিল করা হয়। পরে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। শতাধিক আশা কর্মী এই কর্মসূচিতে যোগ দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশা কর্মী সংগঠনের জেলার নেতৃত্ব।সংগঠনের জেলা সম্পাদিকা নমিতা মহন্ত বলেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে সমস্ত স্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন। আমরাও আশা কর্মীরাও তাই এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। যতদিন তিলোত্তমা বিচার না পাচ্ছে, ততদিন আমাদের এইআন্দোলন চলবে।