Monday, December 23, 2024
Homeজেলার খবরহস্ত চালিত তাঁত কে বাঁচাতে মহিলাদের বিনামূল্যে শাড়ির হাটে জায়গা দিয়ে শাড়ি...

হস্ত চালিত তাঁত কে বাঁচাতে মহিলাদের বিনামূল্যে শাড়ির হাটে জায়গা দিয়ে শাড়ি বিক্রির পদক্ষেপ হাট কর্তৃপক্ষের পরিবর্তিতে করা হবে হস্তচালিত তাঁত শাড়ির হাবও

নদিয়া : বাংলার ঐতিহ্য হাতে বোনা তাঁতের শাড়ি। নদীয়ার শান্তিপুর, ফুলিয়ার একাধিক মানুষ এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। তবে বর্তমানে হস্ত চালিত তাঁত শিল্পের অবস্থা খুবই খারাপ। বিদেশ থেকে অত্যাধুনিক মেশিন এসেছে বাজারে যাতে তৈরী হচ্ছে শাড়ি। তবে তার  গুণগত মান এবং যে সুতো ব্যবহার করা হয় তা একেবারেই হস্তচালিত তাঁতের শাড়ির সঙ্গে মিল খায় না। বিদেশি মেশিন আশায় এখন লুপ্ত প্রায় বাংলার ঐতিহ্য শান্তিপুরের হস্ত চালিত তাঁত।
এবার সেই দিক কে লক্ষ করেই হস্ত চালিত তাঁতের শাড়ি কে বাঁচাতে এবং মহিলাদের স্বনির্ভর করতে নদীয়া জেলার হস্ত চালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলারা করলেন উদ্যামনি তাঁতের কুঠির। তবে তাঁদের স্বনির্ভর করতে এবং  হস্তচালিত তাঁত শাড়িকে বাঁচাতে এগিয়ে এসে বিশেষ পদক্ষেপ নিলেন শান্তিপুরের প্রতিষ্ঠিত মার্কেট তাঁত কাপড়ের হাতের পরিচালক বিভাস ঘোষ। তিনি জানান বর্তমানে মেশিনের কাছে পেরে উঠছে না হস্ত চালিত তাঁত।
তাই এখন মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ এবং হস্ত চালিত তাঁত কে বাঁচাতেই এই উদ্দেশ্য। এদিন নদীয়ার শান্তিপুর সূত্রগর অঞ্চলের ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাটে হস্ত চালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলাদের, তাঁত কাপড়ের হাঁটে বিনামূল্যে জায়গা দেওয়া হলো। এদিন হাটের মধ্যে হস্ত চালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলাদের সাবলম্বী করতে বিনামূল্যে কাপড় বিক্রি করার ব্যবস্থা করা হল। মহিলারা এই স্থানে বসে হস্ত চালিত তাঁতের শাড়ি বিক্রয় করবেন।
তৎ সহ তারা হস্তচালিত তাঁত শিল্প সম্বন্দে মানুষ কে বিশেষ বার্তাও দেবেন। যদিও শুধু নদীয়ার  নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মহিলারা হস্ত চালিত তাঁত শিল্পর সঙ্গে যুক্ত তাদেরও এই হাটে জায়গা দিয়ে একটি হস্তচালিত তাঁতের হাব করা হবে বলে জানান হাট পরিচালক বিভাস ঘোষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments