শিলিগুড়ি : শুক্রবার অর্থাৎ আজ শিলিগুড়ির জেলা হাসপাতালে অনুষ্ঠিত হয় রোগী কল্যাণ সমিতির বৈঠক। শিলিগুড়ি জেলা হাসপাতালকে আরো উন্নতিকরন করার বিষয়ে এদিন আলোচনা করা হয় এই বৈঠকে। এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ি এসডিও, সিএমওএইচ, জেলা হাসপাতাল সুপার সহ অন্যান্যরা। মূলত জেলা হাসপাতালের উন্নতি করনের বিষয়ে এদিনের এই বৈঠক বলে জানা যায়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। তিনি জানান, খুব শীঘ্রই শিলিগুড়ি জেলা হাসপাতালকে আরো ঢেলে সাজানো হবে। একদিকে যেমন নতুন বেশ কিছু বিভাগ চালু করা হবে, ঠিক তেমনি বিল্ডিং সংস্করণ, লিফট সংস্করণ সহ বেশ কিছু নতুন সিসিটিভি ক্যামেরার সংযোজন ঘটানো হবে। এছাড়াও নিরাপত্তার দিক আরো মজবুত করার জন্য বাড়ানো হচ্ছে মহিলা পুলিশ ও পুরুষ পুলিশের সংখ্যা। এবং চিকিৎসা ক্ষেত্রেও আরও বিশেষ কিছু উন্নতিকরণ করার চিন্তা ভাবনা চলছে বলে জানান তিনি।