উত্তর ২৪পরগনা : বিজেপি তৃণমূল সেটিং তত্ত্ব এবার খাড়া করলেন বামনেত্রী গার্গী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটিতে শোক মিছিলে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় দাবি করলেন,বিজেপি তৃণমূলের মধ্যে একটা সেটিং তো আছে। আর এস এসের মোহন ভগবত বলছেন রাজ্য সরকারের প্রতি তাদের আস্থা আছে।
প্রসঙ্গত,গত ৮ সেপ্টেম্বর নির্যাতিতার বিচারের দাবিতে নৈহাটিতে মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন নৈহাটিতে প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছিল বামেরা। কিন্তু সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুর জন্য প্রতিবাদ মিছিলের বদলে শোক মিছিল করা হয়। উক্ত মিছিলে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন,মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন। খাদ্যমন্ত্রী জেলে গেছে। শিক্ষা মন্ত্রী জেলে গেছে। স্বাস্থ্যমন্ত্রীও জেলে যাওয়ার অপেক্ষায়।