উত্তর ২৪ পরগনা : সরকারি সিল দেওয়া কলাইয়ের বীজ বিক্রি হচ্ছে দোকান থেকে , ঘটনার তদন্তে নেমে দোকানের মালিককে আটক করল পুলিশ ।উত্তর ২৪ পরগনার বাগদা কৃষক বাজারের মধ্যে অবস্থিত জয় মা লক্ষ্মী বীজ ভান্ডারে বিক্রি হচ্ছে সরকারি সিল দেওয়া প্যাকেট কলাইয়ের বীজ ।
দোকানদারকে প্রশ্ন করতেই তার সাফাই আমার জানা ছিল না মহাজনের কাছ থেকে কিনেছি ।দোকান থেকে সরকারি সিল দেওয়া কলাইয়ের বীজ বিক্রি হচ্ছে এই খবর পেয়ে বাগদার বিডিও প্রসুন প্রামানিক ঘটনার তদন্ত শুরু করে ঘটনাস্থলে যায় জয়েন্ট বিডিও ও বাগদা থানার ওসি । কলাইয়ের বীজ উদ্ধার করে আটক করা হয় দোকানের মালিক প্রদীপ বিশ্বাসকে । এবং এই বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসনের তরফ থেকে ।
এই বিষয়ে বাগদার বিডিও প্রসুন প্রামাণিক জানিয়েছেন আমরা অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছি । এই বিষয়ে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সানজিৎ সরদার জানিয়েছেন আমরাও খবরটা পেয়েছি যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হোক । যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র এই ধরনের কাজ চলছে । যারা এই ধরনের কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ।