পশ্চিম মেদিনীপুর :প্রশাসনকে লিখিতভাবে ও বারবার জানিয়েও কোনও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বিভিন্ন দাবিকে সামনে রেখে আজ থেকে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটে সামিল হল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্যরা। সারা বাংলায় ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে ১১-১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই ধর্মঘট।
মূলত ওভারলোড বন্ধ করা, পরিবহন ক্ষেত্রে পুলিশ, পার্টি ও সিভিক ভলেন্টিয়ার্সের অত্যাচার বন্ধ করা, আন্ডারলোড গাড়ি থেকেও টাকা নেওয়া বন্ধ করা-সহ ৭ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাক মালিকরা।
পশ্চিম মেদিনীপুর জেলাতেই প্রায় ১০ হাজারেরও বেশি ট্রাক চলাচল করে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক প্রদীপ চক্রবর্তী।ট্রাক ধর্মগঠন হওয়া স্বাভাবিকভাবেই নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগানে সমস্যা বাড়বে আর তার ফলে সমস্যা বাড়বে স্বাভাবিক জীবনে।