মুর্শিদাবাদ: একের পর এক সাফল্য অর্জন করছে ডোমকল পুলিশ মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল আর এই ডোমকলের নাম শুনে আতকে ওঠে রাজ্যবাসী। তবে এবার ডোমকলের দুষ্কৃতীদের শান্ত করতে যথেষ্ট পুলিশ।
নিজের খাকির আসল রূপ দেখিয়ে একের পর এক দুষ্কৃতিকে পাকড়াও করছে পুলিশ। কখনো গাঁজা উদ্ধার তো আবার কখনো ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার। এবার ৫৬ ইঞ্চের আগ্নেয়াস্ত্র ও থ্রী নট থ্রি কার্তুজ সহ এক যুবক কে গ্রেফতার করে পুলিশ।