BIG NEWS DISK : কুড়মালী ভাষায় রাজ্যের প্রথম পিএইচ. ডি. লাভ। রাজ্যের এই প্রথম কুড়মালী ভাষায় পিএইচ. ডি. ডিগ্রি লাভ করলেন বাঘমুন্ডি থানার ডাংডুং গ্রামের ডঃ পুলকেশ্বর মাহাত। বর্তমানে তিনি পুরুলিয়া জেলার প্রত্যন্ত সুইসা নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে কুড়মালী ভাষায় পাঠদানে রত রয়েছেন। পুলকেশ্বর বাবু জানান, তিনি বহু পরিশ্রমে ঝাড়খন্ডের রাঁচীতে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী ইউনিভার্সিটি থেকে কুড়মালী ভাষায় তাঁর গবেষণার কাজ সম্পূর্ণ করেন।
তিনি আরো জানান, ‘কুড়মালী ভাষা দেশের অন্যান্য বিকশিত ভাষার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। যদিও গত দুই দশক থেকে কুড়মালী ভাষা-সাহিত্যের বিকাশ হচ্ছে। অন্যান্য ভাষার মতো এই ভাষাকেও কিভাবে দেশের অন্যান্য ভাষার সমতুল্য করা যায়, এই চিন্তা ভাবনা মাথায় রেখে পথ চলা শুরু করি এবং বহু মানুষের সহযোগিতা ও সাহায্যে ডক্টরেট ডিগ্রী লাভ করি’। পরিবারের বাবা মা স্ত্রী বন্ধুবান্ধব ছাড়াও কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক গ্রন্থাগারিক সমাজের অন্যান্য মানুষদের প্রচুর সহযোগিতা পেয়েছেন বলে তিনি জানান। ডঃ মাহাত সবচেয়ে বেশি যাকে কাছে পেয়েছেন বলে জানিয়েছেন, তিনি হলেন ঝালদা অচ্ছ্রুরাম মেমোরিয়াল কলেজের গণিত বিভাগের অধ্যাপক ডঃ শিবাজী সিংহ দেও মহাশয়কে।
ডঃ মাহাতো বলেন, ‘তিনি আমার দাদার মতো সহযোগীতার হাত বাড়িয়েছেন। রাত দিন যখন যেভাবে সহযোগিতার প্রয়োজন হয়েছে তিনি পাশে দাঁড়িয়েছেন। আমার কুড়মালী ভাষার মুল বিষয় হল আজ থেকে ৩-৪ শত বছর আগে দেশে ভক্তি যুগের প্লাবন ছিল। আজ যদিও কুড়মালী ভাষা অনেকটা স্তিমিত, তবে সে সময় কুড়মালী ভাষার চল ছিল। তখন আজকের উন্নত ভাষার সঙ্গে কুড়মালী ভাষার কতটা মিল ছিল তার তুলনামুলক ব্যাখ্যা রয়েছে আমার গবেষণা পত্রে। আমি চাই দেশের উন্নত অন্য ভাষা গুলির সাথে তাল মিলিয়ে কুড়মালী ভাষাও এগিয়ে চলুক। এটা আমার মাতৃভাষা’।
এদিকে ঝালদা অচ্ছ্রুরাম মেমোরিয়াল কলেজের শিক্ষক ডঃ শিবাজী সিংহ দেও মহাশয় ডঃ পুলকেশ্বর বাবুর এমন সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, ‘পুলকেশ কুড়মালী ভাষাকে অন্য ভাষার সমকক্ষে নিয়ে যেতে চাইছেন। তার সাফল্যে পুরুলিয়া বাসী হিসাবে আমি গর্ব বোধ করছি’। পুলকেশ্বর বাবুর লেখা মৌলিক গ্রন্থ ‘কুড়মালী সাহিত্য সংস্কৃতি কা সংক্ষিপ্ত ইতিহাস’ বেশ জনপ্রিয় এবং বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠক্রমের অন্তর্ভুক্ত রয়েছে। ডক্টর পুলকেশ্বের মাহাতো একজন ঝুমুর শিল্পী এবং সমাজসেবক। তার এ সাফল্যে এলাকাবাসী উচ্ছ্বসিত, গর্বিত এবং আনন্দিত।