Monday, December 23, 2024
Homeবাজার মূল্যকিছুদিন আগে থেকে সবজির দাম ছিল চরা। সবজির মারাত্মক দামে নাভিশ্বাস উঠেছিল...

কিছুদিন আগে থেকে সবজির দাম ছিল চরা। সবজির মারাত্মক দামে নাভিশ্বাস উঠেছিল আমজনতার

BIG NEWS BENGALI : কিছুদিন আগে থেকে সবজির দাম ছিল চরা। সবজির মারাত্মক দামে নাভিশ্বাস উঠেছিল আমজনতার।ভোটের পরে নবান্নে বৈঠক করে হকার ও পার্কিং সমস্যা নেই ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই ময়দানে নামেন পুলিশ প্রশাসন কর্পোরেশন।
কিছুদিন আগেই বাজারের সবজির মূল্য বৃদ্ধি নিয়ে বৈঠক হয় নবান্নে। এবং বাজারে সবজির দাম কমানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, সক্রিয় হতে বলেন পুলিশ প্রশাসনকেও। তারপরেই বিভিন্ন জায়গায় শুরু হয় বাজারে বাজারে অভিযান সবজি বিক্রেতাদের সতর্ক করা হয় এবং কাঁচা সবজির দাম কমানোর জন্যও বলা হয় এবং তখন সবজি বিক্রেতারা জানান বেশি দামে সবজি কেনা হয়েছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।।
 এখন বাজারে সবজির দাম অনেকটাই কমে লাভবান হয়েছেন ব্যবসায়ী থেকে ক্রেতারা।ব্যবসায়ীরা জানান কিছুদিন আগেই পটলের দাম ছিল ৬০ টাকা কেজি আজকে বাজারে পটল ২০ থেকে ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। বেগুন ৮০ টাকা কেজি কমে এখন ৬০ থেকে ৭০ টাকা কেজি দাম হয়েছে।
 ৩০ টা কেজি লাউ আগে ছিল ৫০কেজি। ফুলকপি ১০-১৫ টাকা আগে ছিল ৩০টাকা। আলু ২৮ টাকা কেজি আগে ছিল ৪০ টাকা। পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে আগে ছিল ৬০ থেকে ৬৫ টাকা কেজি।। কুমড়ো ২০টাকা কেজি, আগে ছিল ৩০ টাকা কেজি। পেঁপে ২০ টাকা আগে ছিল ৩০ টাকা কেজি। টমেটো পাওয়া যাচ্ছে  ৪০ থেকে ৫০ টাকা কেজি আগে ছিল ১০০ টাকা কেজি।
 ব্যবসায়ীরা জানাচ্ছেন আগের থেকে সবজির বাজারদর অনেকটাই কমেছে। উৎপাদনস্থলে কাঁচা সবজি কম দামে বিক্রি হচ্ছে এবং তার সাথে সাথে পণ্য পরিবহনে অনেক সুবিধা হয়েছে। বাজারে বেশিরভাগ সবজি এখন ৫০ টাকা কেজির আশেপাশে। তারা বলছেন এইরকমই সবজির দাম থাকলে সকলেরই সুবিধা বিক্রেতা থেকে ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে সবজি দর। অন্যদিকে ক্রেতারাও জানাচ্ছেন অনেকটাই সুবিধা হয়েছে নিত্য দিনের সঙ্গী কাঁচা সবজি দাম কমায় স্বস্তি মিলেছে আরো কিছুটা দাম কমলে হয়তো অনেক সাধারণের সুবিধা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments