ধুপগুড়ি: ধুপগুড়ি শহরের রাজ্য সরকারের সুফল বাংলার চাহিদা তুঙ্গে। সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে আমজনতার হাতে কম দামে সবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের রান্নার সামগ্রী তুলে দিতে উদ্যোগ নিয়েছে। সুফল বাংলা নামের সেই স্টলে কাঁচাতরি তরকারি থেকে শুরু করে বিভিন্ন রকমের প্যাকেটজাত দ্রব্য পাওয়া যাচ্ছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই স্টলে ভিড় করছে চোখে পড়ার মতো। মূলত সাধারণ বাজারে যখন অগ্নিগর্ভ দাম আলু থেকে শুরু করে পেয়াজ সহ সকল সবজির ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে সুফল বাংলায়, মূল ত সেই কারণেই ভিড় জমাচ্ছে ক্রেতারা। কি বলছেন সুফল বাংলা স্টলের দায়িত্বপ্রাপ্ত গোলক সরকার শুনে নিন,