নদীয়া: পুলিশে সম্পদ 200 থেকে 300 টাকায় পারায় পারায় ঘুরে বেড়াচ্ছে ফাইবার স্টীক লাঠি নদীয়ার কৃষ্ণনগরে গনেশ পূজার বিসর্জনের সংবাদ মাধ্যমের কেমেরায় ধরা পড়েছে এক অদ্ভুত কান্ড।এক দিকে চলছে গনেশ পূজার বিসর্জন অন্ন দিকে দাঁড়িয়ে আছে আপিতিকর ঘটনা এড়াতে উর্দি ধারি হাতে পাইপের ফাইবার স্টীক যা এক মাত্র পুলিশ ও বিএসএফের হাতে দেখা যেত।
কিন্তু এবার গনেশ পূজার বিসর্জনের উঠে এলো সংবাদ মাধ্যমের কেমেরায় পুলিশের বেবহিত সেই ফাইবার স্টীক লাঠি বিভিন্ন পারার ক্লাব ও বারোয়ারি পূজো কমিটির সদস্যদের হাতে যানিয়ে যথেষ্ঠ চিন্তার কারন ।তাও আবার পুলিশের সামনেই ঘুরাতে ঘুরাতে বুক ফুলিয়ে রিতিমত দাপাদাপি।আর এই লাঠি বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 300 টাকায় ।যার ফলে এক কথায় পুলিশে সম্পদ পারায় পারায় ঘুরে বেড়াচ্ছে ।
যদিও এ বিষয়ে অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে জানান এমন কোন নিষেধাজ্ঞা নেই যেখানে সাধারণ মানুষ কিনতে পারবে না। তবে বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হয় পুলিশের সম্পদ পুলিশের কাছেই থাকুক যথাযথ ব্যবস্থা নিয়ে বলে পাশাপাশি জানান তৃণমূল রাজত্বে এখন সবই সম্ভব।আর এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে শুরু করেছে বিভিন্ন মহলে ।