বীরভূম: গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মন্ডল কন্যা সুকন্যা মন্ডল গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। দিল্লি হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা মামলায় তিনি জামিন পান। উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ এপ্রিল ইডি সুকন্যাকে গরু পাচার মামলায় গ্রেফতার করে এবং সেই সময় থেকেই তিনি দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন। যদিও সুকন্যার বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কোনও মামলা দায়ের করেনি, তবুও ইডির তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছিল। আনুমানিক ১৭ মাস বন্দি থাকার পর সুকন্যার জামিনের এই রায় তাদের পরিবারের এবং দলের জন্য ইতিবাচক বার্তা বলেই মনে করছেন অনেকে।
সুকন্যা মণ্ডল আগেই দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন, তবে সেই আবেদনের ওপর রায় এতদিন ঘোষণা করা হয়নি। অবশেষে মঙ্গলবার, দিল্লি হাইকোর্টে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে আদালত সুকন্যার আর্জি মঞ্জুর করে। এখন তিহার জেল কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশের কপি হাতে পাওয়ার পরই সুকন্যাকে মুক্তি দেবে। ধারণা করা হচ্ছে, আগামীকালই তিনি জেল থেকে মুক্তি পাবেন।
এই খবর ছড়িয়ে পড়তেই বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং বেশ কিছু নেতা সোশ্যাল মাধ্যমের তার বহিঃপ্রকাশও করছেন। সুকন্যার মুক্তির খবরে দলের সমর্থকরা স্বাভাবিকভাবেই খুশি করেছেন। তারা মনে করছেন, এই জামিন দল ও অনুব্রত মণ্ডল কে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মণ্ডল পরিবারকে কেন্দ্র করে যে রাজনৈতিক বিতর্ক ও চাপা উত্তেজনা চলছিল, সুকন্যার মুক্তি তার খানিকটা প্রশমন করবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে, গরু পাচার মামলায় সুকন্যার বাবা অনুব্রত মণ্ডল এখনও তিহার জেলে বন্দি রয়েছেন। সিবিআই এবং ইডি উভয় সংস্থাই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এবং তাকে জেল থেকে মুক্তি পেতে হলে দুটি মামলাতেই জামিন পেতে হবে। চলতি মাসের শেষের দিকে অনুব্রতের জামিনের আবেদন নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে বীরভূমের তৃণমূল কংগ্রেসের শক্তিশালী নেতা হিসেবে পরিচিত। তার গ্রেফতারি এবং সুকন্যার জেলযাত্রা রাজনৈতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সুকন্যার জামিন পাওয়ার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে, এটি তৃণমূল কংগ্রেসের জন্য এবং অনুব্রত মণ্ডলের পরিবারের জন্য একটি বড়ো সাফল্য। এদিকে, বীরভূম এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে সুকন্যার জামিন নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে তৃণমূল সমর্থকরা মনে করছেন, সুকন্যার মুক্তি দলের প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।
অনুব্রত মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠেছিল এবং রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে সুকন্যার মুক্তি তৃণমূলের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে আসছে। বীরভূমে অনুব্রত মণ্ডল বরাবরই তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার পরিবারের সদস্যদের জড়িয়ে থাকা মামলাগুলো নিয়ে রাজ্যজুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছিল। তাই সুকন্যার মুক্তির খবরে দলীয় কর্মী-সমর্থকরা বেশ উচ্ছ্বসিত এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন আলোচনার সূত্রপাত হতে চলেছে।