কালিয়াগঞ্জ: সামনেই উৎসবের মরশুম,আর উৎসবের মরশুমে জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা যায়।মমূর্ষ রোগীদের প্রান বাচাতে ডোনার আনতে হয় রোগীর আত্মীয়দের।জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব মেটাতে মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিন পঞ্চায়েত সমিতির সভাগৃহ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ববতি সরকার,জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রাম দেব সাহানী,এলাকার বিশিষ্ট শিক্ষক উত্তম সরকার, সহ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সদস্যরা।
এদিন ৪০ জনের মতো রক্তদাতারা রক্তদান করে মমূর্ষ রোগীর প্রান বাচানোর জন্য।পশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রত্যের রক্তদাতাদের একটি করে মেহুগুনি গাছের চারা প্রদান করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। \