নদিয়া: নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তালা মারল তৃণমূল ,স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দুর্নীতির বিরুদ্ধে। অভিযোগ পঞ্চায়েত প্রধান বেনিয়মে রেশন ডিলারশিপ পেতে এক কৃষ্ণনগরবাসীকে স্থায়ী বাসিন্দা শংসাপত্র দিয়েছেন কোন প্রমাণপত্র ছাড়াই ,
সরকারি ফুড ইন্সপেক্টরও কাটমানি চেয়েছেন ৫০ হাজার টাকা, এরই প্রতিবাদে এলাকার মানুষের বিক্ষোভ, সমর্থন জানিয়েছেন তৃণমূলের বিরোধী নেতা সহ পঞ্চায়েত সদস্যরা। বেশ খানিকটা সময় এই বিক্ষোভ চললে পরবর্তীতে পুলিশের আশ্বাসে শান্ত হয় বিক্ষোভকারীরা। তবে তৃণমূলের পক্ষ থেকে এই ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।