Saturday, December 21, 2024
Homeজেলার খবরআর জি কর কাণ্ডের জেরে এবার আই এম এ-র মালদা শাখার সভাপতি...

আর জি কর কাণ্ডের জেরে এবার আই এম এ-র মালদা শাখার সভাপতি পদ থেকে অপসারিত ডা: তাপস চক্রবর্তী

মালদা: আর জি কর কাণ্ডের জেরে এবার আই এম এ-র মালদা শাখার সভাপতি পদ থেকে অপসারিত ডা: তাপস চক্রবর্তী। আরজিকরের ঘটনার দিন সেখানে অন্যান্যদের সঙ্গে দেখা যায় মালদহের চিকিৎসক তাপস চক্রবর্তীকে। যিনি একইসঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলেরও সদস্য।
 যদিও নিজের অপসারণকে অসংবিধানিক বলে দাবি করেছেন তাপস চক্রবর্তী। তাঁর পাল্টা দাবি, ঘটনার দিন কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈঠক চলার সময় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার খবর এসে পৌঁছই। এরপর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিনিধি হিসেবে তিনি আর জি করে গিয়েছিলেন।তাপস বাবুকে সরিয়ে দিয়ে আই এম এ মালদহ শাখার অন্তর্বর্তী সভাপতি করা হয় ডা: সায়ন্তন গুপ্তকে।
যদি ও আই এম এ মালদহ শাখার  মুখপাত্র ডঃ হিমাচল দাস এদিন বলেন, তাপস বাবু দীর্ঘদিনের চিকিৎসক নেতা। আর জি করের ঘটনায় তাঁর উপস্থিতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। ক্লিনচিট না পাওয়া পর্যন্ত তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments