Monday, December 23, 2024
Homeরাজ্যের খবরমালদার গাজোলে কৃষকদের দেবতা বলরাম এর পুজোতে ভক্তদের ভীড় চোখে পড়ার মতো

মালদার গাজোলে কৃষকদের দেবতা বলরাম এর পুজোতে ভক্তদের ভীড় চোখে পড়ার মতো

মালদা : মালদার গাজোলে কৃষকদের দেবতা বলরাম এর পুজোতে ভক্তদের ভীড় চোখে পড়ার মতো।
  ভারতীয় কিষাণ সংঘের উদ্যোগে গাজোল কদুবাড়ি মোর এলাকায় মঙ্গলবার, মালদা জেলা ভারতীয় কৃষাণ সংঘের সভাপতি চিত্তরঞ্জন  বিশ্বাস এর বাসভবনে কৃষকদের দেবতা বলরামের পুজো করলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এই পূজা কে কেন্দ্র করে প্রচুর ভক্তদের সমাগম হয় ।
পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভারতীয় কৃষাণ সংঘের মালদা জেলা সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস সহ-সভাপতি পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্য অতিথিবর্গ।তারা বলেন কৃষকদের দেবতা হচ্ছেন বলরাম তাই বলরামের জন্মদিনে বলরামের পূজা অনুষ্ঠিত হলো। তাই বলরাম কে কৃষকদের দেবতা হিসাবে পূজা করা হয়।
আজ এই পুজোতে আমরা প্রার্থনা করি কৃষকদের যেন আর্থিক উন্নয়ন হয়। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না ।কৃষকরা যেন ফসলের ন্যায্য দাম পান। আমরা বলরাম দেবতার কাছে কৃষকদের উন্নয়ন কামনা করি। কৃষক হচ্ছে দেশের ভবিষ্যৎ কৃষক ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো।
কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপাদন করেন সেই ফসলের দাম যদি না পান তাহলে তাহলে কৃষকরা কি করে ফসল উৎপাদন করবেন। কৃষকদের ব্যবহৃত জিনিসপত্রের দাম অগ্নিমূল্য সে তুলনায় কৃষকদের ফসলের দাম নেই। তবু কৃষকেরা পেটের টানে তাদের কাজ করে যাচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments